ভালোবাসার কবর-৫
- সহিদুল ইসলাম
তোমার জীবন এক প্রান্তে বাধা
অপর প্রান্তে আমি
কাঁদিয়া বেড়ালাম সারাটি জীবন
হইতে তোমার স্বামী।
কান্না যে আর দূর হলো না
রয়েই গেল সাথে
সেই ইতিহাস লিখছি বসে
লিখছি আপন হাতে।
তখন আমি সবে মাত্র
হাই স্কুলে যাই
নিজ ক্লাসে মনের মতো
বন্ধু খুঁজে পাই।
চাঁদের মত মুখ খানি তার
ফর্সা বরণ গা
কাজে গেলেই ভয়ে আমার
চলতো না যে পা।
মন ভুলানো হাসি যে তার
মিষ্টি কথার মেয়ে
মনে হলেই অশ্রু ঝরে
গণ্ড ধারা বেয়ে।
আঁখি দুটি হৃদয় কারা
দীর্ঘ কালো কেশ
স্বল্প ভাষী, স্পষ্টবাদী
দেখতে লাগে বেশ।