ভালোবাসার কবর -১৫
- সহিদুল ইসলাম
অবশেষে বসলো বিচার
করতে হবে বিয়ে
ভালোবাসার প্রমাণ স্বরূপ
কাব্যগুলো নিয়ে।
বড় ভাই ওর গুন্ডা ছিলো
হাতে থাকতো দা
ভয়ে আমার কাঁপতো হৃদয়
শিঁউরে উঠতো গা।
বারবার তাকে বুঝিয়েছি কত
নেইকো সীমা তার
এই ধরাতে খাঁটি মানুষ
জুড়ি মেলা ভার।
বলল ডেকে হারামজাদা
আর বলোনা খল
বিয়ে তোকে করতেই হবে
হাড় করিব জল।