ভালোবাসার কবর -১৮
- সহিদুল ইসলাম
যার জন্য এত কিছু
সেই বুঝল ভুল
জীবন তরী হারিয়ে গেল
পেলাম না আর কুল।
কয়েক মাসের ব্যবধানে
প্রিয়তমার বিয়ে
সুন্দর এক বর এলো
টোপর মাথায় দিয়ে।
বিয়ে হলো সাতদিন হয়
হলো না মোর জানা
বলতে নাকি প্রিয়তমা
করেছিল মানা।
হৃদয় আমার ফেটে গেলো
আসলো যখন খবর
সেদিন থেকে দিয়েছিলাম
ভালোবাসার কবর।