ভালোবাসার কবর-৮
- সহিদুল ইসলাম
ভয়ের তরে হৃদপিণ্ড
কাপতো ধীরে ধীরে
কোন কিছু না বলেই
আসতে হতো ফিরে।
পাঠশালা যাই সময় মত
আসন সবার আগে
আরো ভালো করতে হবে
এমন আশা জাগে।
দশমতে পা রেখেছি
এবার নতুন ভাষা,
ভালো রেজাল্ট হলে বুঝি
পুরবে মনের আশা,
স্বপ্ন কেবল স্বপ্ন ছিল
কান্না হলো সাথী
ভালোবাসার আধার ঘরে
নিবিয়া গেলো বাতি।