ভালোবাসার কবর -২
- সহিদুল ইসলাম
কিশোর বেলায় নবজাগরণে
যখনই জাগিলো আশা
পুলকিত মনে তোমার কায়াতে
পাইলাম ভালোবাসা।
কখনযে সে ভালোবাসার বিজ
বপন হইল হৃদে,
আজও জানিনে বন্ধু আমার
কত যে কেঁদেছি নিদে।
ধীরে ধীরে সে সুপ্ত বিজে
যখনই আসিল শাখা
প্রেমরূপ ধরে উরাল মারিল
থামাতে পারিনি পাখা।