ভালোবাসার কবর-৬
-সহিদুল ইসলাম
ভাবতে থাকি তাকি নিয়েই
সকাল বিকেল রাত
মনের মাঝে সৃষ্টি হল
ভালোবাসার খাত।
অষ্টমেতে পা রাখিলাম
ছাত্র সবার সেরা
তাকে নিয়েই স্বপ্ন ছিল
ভালোবাসায় ঘেরা।
সবাই মিলে একই সাথে
গায়ের ও পথ ধরে
স্কুলেতে যেতাম চলে
হাসি ঠাট্টা করে।
চাচাতো বোন রুমা ছিল
খুবই দুষ্টু মেয়ে
ক্ষ্যাপাতো মোরে ওকথা বলে
সময় সুযোগ পেয়ে।
কতবার ওকে যে ভাবি বলেছে
হিসাব তাহার নাই,
প্রশ্ন করলে উত্তর দিতো
সত্যি মজা পাই।