কবিতা-২

ভালোবাসার কবর-৪
- সহিদুল ইসলাম

বাসিতে ভালো চাইনি তোমায়
সারাটি জীবন ভর
আমি কি জানিতাম কাছে না টেনে
করিবে আমায় পর।
চাঁদের জোছনায় মোমবাতি নিয়ে
কাব্য লিখেছি কত
সে কথা ভাবিতে কষ্টে হৃদয়
ফেটে যায় শত শত।
অনেক সময় সেই লেখা মোর
উড়িয়া যাইতো নিচে
কলেজ পড়ুয়া এক যে ললনা
ছুটিত তাহার পিছে।
পড়িতে পড়িতে ভাবিত সে যে
তাকে নিয়েই বুঝি লেখা
বিশ্বাস করো! প্রেমের দুয়ারে
পাইনি তাহার দেখা।
সেই লেখা যে অভিশাপ হয়ে
আমায় করিবে হানা,
অতি নির্মম সত্য তাহা
মোর যে ছিলনা  জানা।