তুমি আসবে বলে
-সহিদুল ইসলাম
তুমি আসবে বলে বিশ বছরের সেই পুরনো কৃষ্ণচূড়ায় অপ্রত্যাশিত ফুল ধরলো। তুমি আসবে বলে শুকিয়ে যাওয়া ধলেশ্বরী আবার কানায় কানায় পূর্ণ হলো নব যৌবনের ছোঁয়া নিয়ে। পানি থৈ থৈ করে আন্দোলিত হলো উঠতি বয়সের তরুণ তরুণিদের মতো। তুমি আসবে বলে অনেক যতনে খাঁচায় পোষা সেই ষোল বছরের তৃষ্ণার্ত পাখিটার কন্ঠে উচ্চারিত হলো মধুর গান অভিজ্ঞ কণ্ঠ শিল্পির মতো। তুমি আসবে বলে স্বনামধন্য ত্রয়োদশী সেই কবি আবার হাতে নিলো কলম কবিতা লিখার আশায়। তুমি আসবে বলে হৃদপিন্ডে রক্তের চাপ আবারো সিথিল হলো নবজন্মা পৌরুষের মতো, মোর প্রিয়তমা! তুমি আসবে বলে! তুমি আসবে বলে!