তুমি
- সহিদুল ইসলাম
পৃথিবীর কারো ডাকে আমি সাড়া দিতে পারবোনা
কিন্ত একজনের ডাকে
আমাকে যে সাড়া দিতেই হবে।
ভূবনের সকল নর নারীকে
আঘাতের পর আঘাত করে
অশ্রুসিক্ত নয়নে
দু:খের জলে ভাসিয়ে দিতে পারবো,
কিন্তু একজনকে
একজনকে যে,কিছুতেই পারবোনা
সামান্য দু:খ দিতে,
পৃথিবীর কারো জন্যে এক অথবা
দু মিনিট সময় দিতে পারবোনা
কিন্তু একজনকে বছরের পর বছর
দ্বিপ্রহর,কিংবা মধ্য রাত্রিতেও
সময় দিতে পারবো।
পৃথিবীর কাউকে মুহূর্তের জন্যও বলতে পারবোনা,
মাই ডিয়ার, আই লাভ ইউ
অথচ একজনকে
একজনকে যে আজীবন ভালোবাসতে পারবো।
সে একজন
সে একজনই তুমি।