তোমার পরশ
-সহিদুল ইসলাম
আমার দেহে  তোমারি পরশ
যখনই লাগেগো সই,
হৃদয় আমার শিউরে  উঠে
আমি যে ব্যাকুল হই।
হাতের উপর হাত খানি রেখে
যখনই বন্ধ কাজ,
বুকে টেনে নিতে ইচ্ছে করে
ফেলিয়া সকল  লাজ।
চোখের উপর চোখখানি রেখে
যখনই দেখি গো হাসি,
মনে হয় তখন বিশ্বমাঝে
তোমারেই ভালবাসি।
মধুর কন্ঠে যখনি শুনি
তোমারি পংক্তিমালা,
নিমিষেই তখন হারিয়ে ফেলি
মনের দুঃখ জ্বালা।
ছায়া নিভৃত পল্লী ছায়ায়
যখনই বসিগো একা,
তোমার দেয়া হাজারো স্মৃতি
দিয়ে যায় যেন দেখা।
ছুটে যেতে তখন ইচ্ছে করে
তোমার বাঁধন ডোরে।
তুমি যে আছো পাষান হৃদে
আছো দূরে বহু দূরে।
এইভাবে কি চিরনিশি ভোর
থাকবে গগন পরে?
আসবে নাকো ভালোবেসে মোরে আমার মনের ঘরে?
প্রতীক্ষায় আছি তোমার আশে
মুখটি করিয়া ভার,
চিরকাল আমি থাকবো বসে
খুলিয়া হৃদয় দার।
-০২-০৫-১৪