তোমাকে দেখতে পাই
-সহিদুল ইসলাম
যে কোন মুহূর্তে চোখ বন্ধ করলেই তোমাকে দেখতে পাই, দেখতে পাই তুমি আমার খুব নিকটে, আমার বুকের সাথে লেগে আছো। নদীর ধারে, নির্জনে, আমার অতি একাকিত্বে তোমাকে দেখতে পাই। গাছের ছায়ায়, আম্র কাননে দোল খেতে খেতে তোমাকে দেখতে পাই, কোন ভ্রমণে বের হলে সমস্ত দৃশ্যে- কৈশোরের স্মৃতির টানে নিজ গাঁয়ে মায়ের কাছে গেলেও তোমাকে দেখতে পাই। কর্মস্থলে সামান্য অবসরেও তোমাকে দেখতে পাই, নদীর ধারে স্নান করতে গেলে জোয়ারের পানিতে তোমাকে দখতে পাই, তোমার লাল রং প্রিয় বলে উদিত সূর্যে তোমাকে দেখতে পাই। বিকেলের চায়ের কাপের আড্ডায়, গ্রিলের সাথে রুটি কিংবা অন্য কোন খাবারের আড্ডায় তোমাকে দখতে পাই, খুব ভোরে কিংবা রাতে শোবার আগে তোমাকে দখতে পাই, সমুদ্রের প্রচন্ড গর্জনে, পাহাড় সম আছড়ে পড়া সমুদ্রঢেউএ তোমাকে দখতে পাই, পৃথিবীর সব কিছুতেই তোমাকে দেখতে পাই,কারণ
তুমি যে আমার সকল অস্তিত্বে মিশে আছো।
২৮.০৪.১৪ খ্রি.