সওগাত
-সহিদুল ইসলাম

তোমাকে যদি নির্জন একাকিত্বে পেতাম, তখন!
বাহুবন্ধনে  কাছে টেনে নিয়ে বুকে চেপে ধরতাম দীর্ঘক্ষণ। তারপর তোমার অধরে মোর অধরখানি রেখে শুধু দুবার চুম্বনে আবদ্ধ হতাম নব দম্পতির মতো। দীর্ঘ সাধনায় তব মনে মম কথা যে রেখেছো - ১ম চুম্বন তারই সওগাত।
বেশ উচু মনের মানুষ তুমি, খুব ভালো মনের মানুষও বটে, তাই! ২য় চুম্বন তারই উপহার।
তোমাকে যদি নির্জন একাকিত্বে পেতাম, তখন! কাছে টেনে  নিতাম প্রিয়ার মতো,  প্রশ্ন ছুড়ে দিতাম- কী করে এতো ভালো হলে তুমি? তোমার চোখ ধাধানো  সুন্দর ছবি, নিজের স্মৃতিচিহ্ন দিয়ে দিলে
মাত্র কয়েক মিনিটে?
যেখানে! প্রথম রোমান্টিক হাসি দিতেই লেগেছিল দীর্ঘ চব্বিশ মাস! ০৯-০৫-২০১৪ (রাত-১১.০০টা)