ষষ্ঠ শ্রেণির হলুদ পাখি
- সহিদুল ইসলাম
ষষ্ঠ শ্রেণি খ শাখার
সবাই হলুদ পাখি,
ওদের কাছে আসব কখন
এই আশাতেই থাকি।
লেখাপড়ায় খুবই ভালো
শেখার আছে মন,
তাইতো ওরা আমার কাছে
সবাই আপনজন।
ওরা আমার মনের মতো
সফলতার আশা,
স্থান দিয়েছি হৃদয় কোঠায়
সাথে ভালোবাসা।
রোজা আর সামিয়া নুর
মিষ্টি হাসির মেয়ে,
খুশির রাজ্যে হারিয়ে যায়
আমায় কাছে পেয়ে।
সুবর্ণা আর মাঈশা,নুর
একই শাখার ফুল
হৃদি, দিবাও সাথে আছে
কেউ করেনা ভুল।
ফাইজা মিম শান্ত মেয়ে
লেখাপড়ায় ভালো,
এরাই হবে এই সমাজে
অন্ধকারের আলো।
মেহেজাবিন আর তানহারও
পড়ায় আছে মন,
ওদের প্রতিও আদর আছে
আছে সারাক্ষণ।
মারযুকা, আফিয়া
তাসনীমও ভালো,
তাই যেন ওরা মোর
নয়নের আলো।
তাসফিয়া, আকিফা,
জান্নাতুল, আনিসা
মোহনা আর তোয়া,
মাঝে মাঝে ওরা আসে
নিতে আমার দোয়া।
ওরাই আমার মনের বাতি
গভীর ভালোবাসা।
আল্লাহ যেন পূরণ করেন
ওদের মনের আশা।