শেখ রাসেল কম্পিউটার ট্রেনিং
-সহিদুল ইসলাম
শেখ রাসেল ট্রেনিং শেষে
যাচ্ছি ফিরে বাড়ি
মনে হচ্ছে জীবনটাকে
নতুন ভাবে গড়ি।
এমএস ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট
এক্সেলের কাজ
জানা থাকলেও ভুলে গেছি
নেইকো মনে লাজ।
রেজাউল, রেজোয়ান
দক্ষ দুজন স্যার
শিখিয়েছেন নিখুঁতভাবে
দেখিয়ে বারংবার।
অনেক কিছুই শিখে গেলাম
এই ট্রেনিংয়ের জন্য
এমন দুজন ট্রেনার পেয়েও
আমরা সবাই ধন্য।
এতো কিছু শেখার পরেও
মনে অনেক কষ্ট
এমন সুখের সময়টাও
না জানি হয় নষ্ট।
কারণ মোদের কারো কাছেই
কম্পিউটার নেই
ইচ্ছা থাকা সত্ত্বেও মোরা
রিভাইস কিসে দেই?
যুদ্ধ মোদের শিখিয়েছেন
অস্ত্র দেননি কেন?
সম্মানি ফিরিয়ে নিয়ে
অস্ত্র কিনে দেন।