শিশু রাসেল
-সহিদুল ইসলাম
পঁচাত্তরের পনেরো আগস্ট নরপিশাচের দল,
বত্রিশ নং ধানমন্ডি করলো যে দখল।
মেশিনগানের গুলি ছুড়ে
সীমারসেনা পাল,
বঙ্গবন্ধুর পুরো বাড়ি রক্তে হলো লাল।
পঁচিশ জনের নিথর দেহ
হইলো সেথায় জড়ো,
দশ বছরের শিশু রাসেল কাঁপলো থরো থরো।
মায়ের কাছে যাবো আমি
কাঁদলো বাছাধন,
তারপরও হায়ানাদের গললোনা যে মন।
কারবালারই মাঠ হলো যে
বঙ্গবন্ধুর বাড়ি,
শেখ রাসেলেও চলে গেলেন
আমাদেরকে ছাড়ি।
একে একে ছাব্বিশ প্রাণ
ঝরলো অবশেষে,
জঘন্যতম ইতিহাসের জন্ম হলো দেশে।