সঞ্জয় কর্মকার কে নিয়ে লেখা
-সহিদুল ইসলাম
তোমাকে দেখিনি কখনো
কবিতার আসরে পরিচয়,
প্রতিটি কবিতায় কত
সুন্দর! মন্তব্য তোমার,
আমি অবাক হই!
তুমি যে মহান
তোমার মনটাও যে বিশাল
পাহাড়ের মতো,
যে অন্যকে এত বড় চোখে দেখে
হে মহামানব ছাড়া আর কি?
আবার হাতে নাও কলম
লিখো আগের মতো
আশায় আছি আমি
নতুন কিছু পাবার।
২/৪/২০ ইং