পবিত্র রমজান
- সহিদুল ইসলাম
নীল আকাশে চাঁদ উঠেছে
কাল থেকে রমজান
সকল মুমিন দাও সাড়া দাও
আল্লাহর আহবান।
রোজার জাযা আল্লাহতালা
নিজ হাতেই দিবে,
ছহি ভাবে রাখলে রোজা
তারাই তাহা পাবে।
এই মাসেই তাওরাত
মুসা নবীর তরে
এই মাসেই যাবুর কিতাব
দাউদ নবীর পরে,
ঈসা নবী ইঞ্জিল কিতাব
এই মাসেই পান,
এই মাসেই নাজিল হয়
পবিত্র কোরআন।
সকল মাসের সেরা মাস
এই মাসইতো জানি,
রমজানের পবিত্রতা
আমরা সবাই মানি।
এই মাসেই শবে কদর
হাজার মাসের সেরা
শয়তানকে শিকল পরায়
পুণ্যে থাকে ঘেরা।
এই মাসেরই একটি নফল
অন্য মাসের ফরজ
বেশি বেশি নফল কাজের
থাকতে হবে গরজ।
এই মাসেরই একটি ফরজ
৭০টি ফরজ,
আল্লাহতালা দান করিলেন
যেন বাড়ে গরজ।
এই মাসের একটি নেকে
দশ গুন তা বাড়ে।
এমন ছওয়াব জেনে শুনে
কে ছাড়িতে পারে?
আমরা যদি সঠিকভাবে
রোজা রাখতে পারি
আল্লাহতালা দূর করিবেন
সকল মহামারী।