পদ্মা সেতু শেখ হাসিনার সাহসীকতার ফল,
এই বিষয়ে তথ্য দিয়ে কেউ করোনা ছল।
"১৪ সালে শুরু হয়ে '২২ এ হলো শেষ,
রাতের বেলা জ্বললে আলো দেখতে লাগে বেশ।
১৮.১০ মিটার প্রস্থ তাতে দৈর্ঘে ৬.১৫ কিলো.
এইসিওএম কম্পানিটি নকশা এঁকেছিলো।
৪২টি পিলার আছে ৪১ টি স্প্যান,
উপর দিয়ে চলবে গাড়ি নিচে চলবে ট্রেন।
৪০ তলা সম পাইলিং বিশ্ব সেরা তাই,
১২ কি.মি নদী শাসন আর কোথাও নাই।
ফেরি পারাপার বন্ধ হবে কষ্ট যে আর নাই,
দক্ষিণাঞ্চলের মানুষজন স্বস্থি পেলো ভাই।
অর্থনীতি চাঙ্গা হবে পদ্মা সেতুর তরে
ফুটবে হাসি দক্ষিণাবাসীর সকল ঘরে ঘরে।
ইতিহাসের মাইলফলক পদ্মা সেতুর কাজ,
বিশ্বসেরা নেত্রী পেয়ে গর্ব করি আজ।