অভিশপ্ত আজ মানুষ জাতি
- সহিদুল ইসলাম
তখনো হয়নি খাতা কলম
কাগজ আবিষ্কার!
পাথরে কিংবা গাছের ছালে
হইতে লিপিকার।
বিশ্বাস ছিলো মুখের কথায়
সাক্ষী আবার কিসে?
বন্ধন ছিল মধুর পেয়ালা
দু:খ ছিলনা বিষে।
অতি অল্পেই মহাসুখ ছিলো
দ্বন্দ্ব ছিলো না কভু!
অতি রোগ শোকে কাতর ছিলো না
বিষাদ ছিলো না তবু!
মহাসুখ আজ বিদায় নিয়েছে
মানুষের পাপাচারে,
শুকুররাও আজি পশুদের ছেড়ে
মানুষেরে ঘৃণা করে।
কুকুরেরে তুমি বিশ্বাস করিও
মানুষেরে করিলে বোকা!
একই রক্তের মানুষ হয়েও
নিমিষে দিবে যে ধোকা।
মানুষের আজ মনুষত্ব নেই
নর পিশাচের দল!
কথায় কথায় বিশ্বাসঘাতক
ছল,চাতুরী ও খল।
অভিশপ্ত আজ মানুষ জাতি
ফিরবেনা আর সুখে,
তিল তিল করে ধ্বংস হবেযে
পদীপ নিভিবে দুখে!