নীলাঞ্জনা
-সহিদুল ইসলাম
নীলাঞ্জনা!
শুধু একবার তোমার বুকে
টেনে নাওনা মোরে, বিশ্বাস করো
জীবনে আর কখনো ধরবোনা
এমন বায়না।  ঐখানে দাঁড়িয়ে আছে দুটি পাহাড় ভালোবাসার সাক্ষী হতে,
শুধু  একবার স্থান দাওনা মোরে
পাহাড়  দুটোর মধ্যখানে! পাহাড়ের চূড়ায় যাবোনা আমি, নখের আচরে ক্ষত বিক্ষত করবো না পাহাড়ের শিলারাশি।
বিজয় কেতন উড়াবোনা চূড়ার পার্শ্বে দাঁড়িয়ে, শুধু পাদদেশ থেকে হিম নিয়ে শীতল হবো একবার। আর
সাক্ষী হবো তোমার ভালোবাসার।
দু হাত বাড়িয়ে শুধু একবার জড়িয়ে
নাওনা আমায়, আলিঙ্গন করে নিয়ে যাওনা মোরে তোমার আধরের কাছে।
শুধু একবার সিক্ত করো
মোর অধর দুটি রে!