নিজেকে আড়াল রাখি
সহিদুল ইসলাম
২১.১১.২৪ রাত ১২.০০
জীবনতরীর শেষ বিকেলে পড়ছে মনে আজ
ছুটছি পিছু বছর বছর ফেলে সকল কাজ।
শুন্য হাতেই ফিরছি ঘরে শুন্য মরুদ্যান
জন্ম হলো কাব্য শত হলো নতুন গান।
ফুলের তরে অলি আসে প্রকৃতিরই খেলা
মোর জীবনে তবে কেন শুধুই অবহেলা।
মোর হৃদয়ের গহীন বনে যাদের দিলাম ঠাঁই
আমায় ফেলে চলে গেছে কেউ যে পাশে নাই।
যে শাখাতেই হাত দিয়েছি ভালোবাসার ছলে
কী জানি এক মহা বানে সবাই গেছে চলে।
এখন কারো ভালোবাসা যদিও হাতে পাই
নতুন করে শোক সইবার শক্তি যে আর নাই।
নিজেকে তাই আড়াল রাখি সঙ্গী পেয়েও দূরে থাকি
নতুন ভাবে সোহাগ দিয়ে বিনিময়ে আঘাত নিয়ে মুছতে চাই না আঁখি।