নরপিশাচ
-সহিদুল ইসলাম

বিদেশীরা কুকুর ধরে
বাঙালীরা শিশু
তোর আছে যে শ্রেষ্ঠ মানব
তাদের  আছে যিশু।

পশুর সাথে পশুর মিলন
কিইবা আসে যায়
তোর দেহেতে পশুত্বতা
কেমনে শোভা পায়?

পশুর দ্বারাও অন্য পশুর
রক্তক্ষরণ নয়
তোর পিচাশের হিংস্র থাবায়
শিশু বলি হয়।

তোর শরীরে পশুর রক্ত
নেই বিবেকের ডর
এখন থেকে পশুর সাথেই
থাকবি জীবন ভর।

থুঁ থুঁ ছিটাই তোর শরীরে
তুই যে নরপিচাশ
সবাই তোকে করবে ঘৃণা
যেখানেই পালাস।
১০/০৩/২৫