নব দম্পতি
- সহিদুল ইসলাম
সাজু আর শারমিন নব দম্পতি
একজন অন্যের নয়নের দ্যুতি।
শারমিন চটপটে সাজু জেদি লোক
পাশাপাশি থেকে যেন ভুলে গেছে শোক।
একডালে দুটি ফুল বাকী সব ফাঁকা
পটুয়ার হাতে যেন মন দিয়ে আঁকা।
পূর্বে আমার বাস পশ্চিমে ওরা
একছাদে মিলেমিশে আত্মীয় মোরা।
সংসারে যদি থাকে উত্তম নারী
পুরুষ এগিয়ে যায় সব কিছু ছাড়ি।
তেমনি এগিয়ে গেছে সাজু মাস্টার
সরকারি স্কুলে চাকরি যে তার।
মেধাবী সাজু মিয়া লাখে যেন সেই
সৎ পথে ইনকাম ভেজালেতে নেই।
হাসিমাখা মুখ নিয়ে সর্বদা চলে
অন্যায় দূর করে ন্যায় কথা বলে।
অনন্য শারমিন জুড়ি মেলা ভার
হিংসা বিদ্বেষ নেই যেন তার।
বিজয়ে এগিয়ে যেতে নেই কোনো ভয়,
দোয়া করি ওরা যেন চির সুখী হয়।
২৩.০১.২০২৫ খ্রি.