মনে রেখো
- সহিদুল ইসলাম
তোমার মনে আছে কিনা জানিনা আমার স্পষ্ট মনে আছে।
কোন এক চৈত্রের বিকেলে
আমরা দুজন হাটছিলাম গাঁয়ের সরু ধরে, আমার হাতে তোমার হাত, মাঝে মাঝে আমার কাঁধে তোমার স্পর্শ,
তুমি বলেছিলে ভুলবোনা তোমায় কোনদিন।
তারপরও জীবনের কোন এক অশুভলগ্নে তুমি যদি ভুলে যাও মোরে- তখন, তোমার মত এমন সমস্ত নারীর গায়ে থু থু ছিটাবো আমি, চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে দেবো। ভূকম্পন সৃষ্টি করবো সমগ্র পৃথিবীতে, ফেসবুক থেকে সমস্ত তথ্য মুছে দিয়ে কোটিবার লিখে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দেবো তুমি বিশ্বাসঘাতক। হৃদয়ে জমে থাকা ছবিগুলোকে টুকরো টুকরো করে হত্যা করব নিজ হাতে, তারপর দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে তাতে দহন করবো ইচ্ছে মতো, বাংলা অভিধান থেকে বিশ্বাস, ভালবাসা শব্দ দুটি মুছে দেবো চিরতরে, সাগরজলে সুনামি সৃষ্টি করবো বারংবার। পৃথিবীর সমস্ত বিশ্বাসঘাতক নারীদের একসাথে এনে হত্যা করব আমি। রক্তের পুকুর বানিয়ে তাতে সাঁতার কাটবো শতবার।
আকাশের নক্ষত্র গ্যালাক্সিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবো মুহূর্তে।
পৃথিবীর আনাচে-কানাচে তন্নতন্ন করে খুঁজবো পুষ্প কানন, যেখানেই ফুল ফোটতে দেখবো সেখানেই কলিগুলোকে হত্যা করবো। উন্মাদ হয়ে দেহের সমস্ত লোম একটা একটা করে ছিঁড়ে ফেলবো, সারা শরীর রক্তে রাঙিয়ে দেবো মাত্র কয়েক মিনিটে।
তারপর ও ভুলে যাবে আমায়?
কষ্ট করে হলেও! আমায় মনে রেখো!
ভুলকরে হলেও! আমার মনে রেখো
মিথ্যে করে হলেও!
আমায় মনে রেখো।