মন ভালো নেই
- সহিদুল ইসলাম
আমার মন ভালো নেই
একাকী বসে আছি
মন ভালো নেই।
কথা ছিল, চোখে চোখ রেখে
অনন্তকাল কাটিয়ে দেবে
কথা ছিল, হাতে হাত ধরে
নদী বালুচর ঘুরে বেড়াবে
সমুদ্রের নোনাজলে দাঁড়াবে আমাকে নিয়ে, চোখে চোখ রাখা হলো না,
নদী আর সমুদ্রও দেখা হলোনা।
কথা ছিল, বসন্তের অন্তত একটা দিনে
লাল গোলাপের ছোঁয়া দেবে,
দু চার মিনিট কথা হবে
কত বসন্ত কেটে গেলো, লাল গোলাপ আর দেখা হলোনা, এক মিনিটও কথা হলো না তোমার সাথে।
আজ একাকী বসে আছি
মন ভালো নেই, আমার মন ভালো নেই।
কথা ছিল হাতে হাত ধরে, উঁচু নীচু পথ বেয়ে পাহাড় পারি দেবে,
কথা ছিল, ঝর্ণার শুভ্র জলে
পানি ছিটাবে আমার গায়ে,
সেই ঝর্না আর পাহাড়
দেখা হলোনা,
তিরিশ বছর কেটে গেলো
তোমার সাথে,আর দেখা হলোনা
মন ভালো নেই, আমার মন ভালো নেই।