লাবনী
-সহিদুল ইসলাম
যে কবিতা ভালোবাসে
গল্প, সাহিত্য ভালোবাসে
পৃথিবীর তাবৎ নর-নারী বলবে তার ভেতর সুন্দর একটা মন আছে ।
কারণ অসুস্থ মন নিয়ে অন্তত
সাহিত্যকে ভালোবাসা যায় না।
প্রতিটি বস্তুর কিছু নিজস্ব লাবণ্য থাকে,
যেমন কাঁচা হলুদের একরকম
আর সরষে ফুলের অন্যরকম
চন্দনের একরকম লাবণ্য আর তরমুজের ভেতর অন্যরকম। তেমনি
তোমার ভেতর সুন্দর একটা লাবণ্য আছে,
তাই তুমি লাবণ্যময়ী লাবনী।
এখনো তো তুমি আকাশের নক্ষত্র হয়ে ঝলমল করছে বহুদূর থেকে,
কখনো কি মোর নয়নের দর্পণে
ছোঁয়া দেবে না? যদি কখনো
তোমাকে কাছে পাই, নজরুলের
নার্গিস না বললেও একটা কথা
বারবার বলব-
তুমি এক প্রেরণাময়ী হিতৈষী
সুন্দরী নারী,তুমি সাহিত্যের লাবনী
তুমি গল্পের লাবনী
তুমি সৃষ্টির লাবনী ।
১০.০৭.২০১৬