করোনার আতঙ্কে
-সহিদুল ইসলাম

করোনার আতঙ্কে
বিশ্বকাপে ভাই
ভুবন ছেড়ে কোথায় যাবি?
জায়গা যে আর নাই।
হাত দিয়ে তা দেহে ঢুকে
প্রথম থাকে গলে
বুঝা যাবে কাশি আর
গলা ব্যথা হলে।
গরম জলে লবণ পানি
কয়েকবারই খাবে
পানির সাথে ভাইরাসটা
পাকস্থলে যাবে।
তখন তুমি বেঁচে যাবে
চিন্তা যে আর নাই
তাইতো চলো মিনিট পরেই
একটু পানি খাই।
বেশি বেশি হাত ধূবে যে
সব ঝামেলা ফেলে
বিপদ হবে গলা থেকে
ফুসফুসেতে গেলে।
আক্রমণে শ্বাসকষ্ট
উপায় যে আর নাই
আল্লাহ যদি রহম করেন
বেঁচে যাবে ভাই।
১৯/৩/২৯ইং