কবিতা
ইচ্ছে ছিল
- সহিদুল ইসলাম
ইচ্ছে ছিল মক্কা যাবো করতে ওমরা পালন,
ছোট থেকেই মনের ভেতর করছি তাহা লালন।
টিউশনি আর লজিং থেকে করলাম এমএ পাস
সেশনজটে মোর জীবনে হইলো সর্বনাশ।
পড়তে যাবো সাইপ্রাসে কাগজ করলাম ঠিক,
তিন বছর হারিয়ে গেলো ব্রোকারকে দেই ধিক!
এইভাবেতে পাঁচটি বছর নষ্ট হলো ভাই,
জীবন যুদ্ধে জয়ী হবার সুযোগ তেমন নাই।
অবশেষে শিক্ষকতা পেশা নিলাম বাছি।
কোনোমতে যুদ্ধ করে সংসারেতে আছি।
প্রতিমাসেই আশায় থাকি রাখবো কিছু টাকা,
মাস শেষে যে কষ্ট লাগে হাত হয়ে যায় ফাঁকা।
সঞ্চয় আর হয়না টাকা বছর শুধু যায়,
কষ্ট শুধু বাড়তে থাকে মনের গহীন নায়।
কেমনে যাবো কাবাশরীফ, কেমনে মদিনাতে?
কেমনে হবে তাওয়াফ আর সালাম রওজা পাকে?
মনে হলেই অশ্রু ঝরে কী যে গভীর টানে,
ফুটবে কী আর পুষ্প মম শূন্য মরুদ্যানে ?
সবার তরে চাই দোয়া চাই সাথে ভালোবাসা,
আল্লাহ যেন পূরণ করেন আমার মনের আশা।