হার্ডওয়ার ট্রেনিং
সহিদুল ইসলাম
হার্ডওয়ার ট্রেনিং শেষে যাচ্ছি ফিরে বাড়ি
মনে হচ্ছে জীবনটাকে নতুনভাবে গড়ি।
মাদারবোর্ডের কটি অংশ ছিল না তো জানা
ট্রেনিং নিয়ে শিখে গেলাম বলতে নাকো মানা।
সবকিছু কানেক্ট দিয়ে করে পিসি অন
তাকিয়ে থাকি মনিটরে অল্প কিছুক্ষন।
হচ্ছে না যে ওপেন তখন পি পি শব্দ আসে
রেমেতে সমস্যা আছে মনে তাহা ভাসে।
রেমখানা হাতে নিয়ে রবার দিয়ে ঘষে
রেমস্লটে লাগিয়ে দিলাম আচ্ছা মত কষে।
এবার দেখি ওপেন হল পুরান পিসি খানা
মনটা এবার ভরে গেল এইতো হলো জানা।
২০/০১/১৫ই