ফেব্রুয়ারির ২১ তারিখ
- সহিদুল ইসলাম

ফেব্রুয়ারির একুশ তারিখ
রক্তে পথ হয় লাল
পাক শাসকের অত্যাচারে
হয় যে এমন হাল।
আপন জীবন বিলিয়ে দেয়
রফিক,সালাম ভাই,
তাইতো আজি আমরা সবাই
বাংলাতে গান গাই।
সারা বিশ্বে হয়যে এখন
ভাষা দিবস পালন,
সঠিক ভাবে বাংলা ভাষার
করতে হবে লালন।
বাংলা মোদের মাতৃ ভাষা
বাংলা মোদের প্রাণ
সবাই মিলে রাখতে হবে
বাংলারই সম্মান।