বড় সাব
-সহিদুল ইসলাম
খুঁটিনাটি যত কাজ
সব করে ছোট সাব
অফিসের খ্যাতি এলে
স্বীকৃতি তারই মেলে
যিনি এই অফিসের বড় সাব।
ছোট সাব ছোট সাব
সীমাহীন করে কাজ
কোন কাজে দোষ হলে
কটু কথা শুধু চলে
ক্ষনিকেও নেই যেন কোন মাফ।
অফিসের বড় সাব
হেলে দুলে করে কাজ
কেদারায় ঘুমালেও
তার নেই কোন লাজ
কেননা তিনিযে এবনের মহারাজ।