বিশ্ব নবী
সহিদুল ইসলাম
আরব জাতি লিপ্ত ছিল জঘন্যতম কাজে,
সবচে ঘৃণার মানুষ ছিল এই ধরনীর মাঝে।
মেয়ে শিশুর মৃত্যু হতো আপন পিতার হাতে,
জুয়া,নেশায় মত্ত ছিল সারাদিন ও রাতে,
এমন সময় এই ধরাতে নবীপাকের আসা
যিনি পেলেন সকল জাতির গভীর ভালোবাসা।
১২ই রবিউল আউয়াল সোমবার দিন যিনি
মা আমেনার গর্ভ হতে জন্ম নিলেন  তিনি।
খুশি হলো আকাশ বাতাস নদী,সাগর,পাখি
তরুলতা,বৃক্ষরাজি রইলনা কেউ বাকী।
পিতৃহারা মোদের নবী মা আমেনার কোলে
মনে হতো নুরের ঝলক এদিক সেদিক দোলে।
লালন পালন দায়িত্ব নিলেন দাদা মোত্তালিব,
সঙ্গে ছিলেন প্রিয় চাচা নামে আবুতালিব।
ছোট্ট থেকেই সত্যবাদী কাড়ছে সবার মন
আল আমিন ডাকতো সবাই ডাকতো সারাক্ষণ।
বিশ্বভূবন সৃজন হলো তাঁর উছিলার তরে
মানবজাতির আবির্ভাবও এলো সে পথ ধরে।
চল্লিশেতে নবুয়ত ধর্ম প্রচার শুরু
প্রথম প্রথম সবাই তাঁকে করতো দুরু দুরু।
আপন চাচা আবু জাহেল শত্রু হলো তাঁর
প্রকাশ্যে বলতো তাঁকে মটকে দেব ঘার।
তায়েফবাসীর পাথর ছোঁড়ায় রক্তে শরির লাল
বলতে কথা ভুলে গেলেন হলো এমন হাল।
এমনি আরো বহু কষ্ট তাঁর জীবনে জানি
মোদের জন্য দিয়ে গেলেন নুতন ধর্ম বানী।
তাঁর আদর্শে বড় হলে নেই যে কোন ভয়
ইহকাল  ও পরকালে আসবে যে বিজয়।