বিশ টাকা ঘুষ
-সহিদুল ইসলাম
হাতে ছিল একখানা চাকুরীর খাম
বেকার জীবনের নেই কোন দাম,
তাড়াতাড়ি যেতে হবে এই ভাবি আমি
শার্ট টা যা-ই ছিল প্যান্ট পরে দামি
যেই মোর সচিবালয় গেট দিয়ে হাটা
গেটের পুলিশ দ্বারা পরে গেল ভাটা,
এই বেটা পাশ আছে? এই কথা বলে
বন্দুক হাতে নিয়ে ধরে মোর গলে,
উত্তরে বললাম পাশ মোর নাই
পুলিশ জবাব দিল চলে যাও ভাই,
বাম দিয়ে ঘুরে ঘুরে আসলাম ডানে
মুখখানা রাখলাম পুলিশের কানে
কত টাকা দিতে হবে খুলে বলো ভাই
ভেতরে যে যেতে হবে চাকুরী যে নাই,
কাছে টেনে আমাকে চটপটে বলে
বিশ টাকা দিলেই কোনমতে চলে
পুলিশের হাতে তাই বিশ টাকা দিয়ে
খাম খানা রাখলাম পাঁচ তলা গিয়ে।