অন্যরকম ঈদ
- সহিদুল ইসলাম
এই বুঝি গো আসলো ছেলে
সামনে খুশির ঈদ,
অপেক্ষা আর অপেক্ষাতে
নেই যে সুখের নিদ।
দুই ছেলে যে রাজধানীতে
দুই ছেলে ওর পাশে,
সবাই ফিরে আসলে বাড়ি
মা যে সুখে হাসে।
ফুল পিঠা আর ময়দা সেমাই
সাথে নানান জুড়ি,
তৈরি করে রাখত মা যে
এপথ ওপথ ঘুরি।
এখন মোদের সে অপেক্ষার
মানুষটা যে নাই,
চলে গেছে দূর অজানায়
কেমনে খুঁজে পাই।
এইতো প্রথম ঈদ করছি
বাপের ভিটা ছাড়ি,
ইচ্ছে থাকা সত্ত্বেও মোদের
হয়নি ফেরা বাড়ি।