আমি পুরুষ
-সহিদুল ইসলাম
আমি পুরুষ!
সারাদিন বাইরে কাটাই
রাতে রেস্ট, সপ্তাহে এক অথবা দুদিন
ছুটি বলে ঐ সময়টাও বিশ্রামে কাটাই,
আমি পুরুষ!রাজাধিরাজ!
আদেশ দেয়াইতো আমার কাজ।
ঘরদোর,বিছানাপত্র, থালা-বাসন,হাড়িপাতিল,
খাবারগ্লাস,কাপড়-চোপড় অপরিষ্কার কেন?
শরবতের গ্লাস দিয়ে পানি পানের সময় আবারও আদেশ,গ্লাসটা ধূলেনা কেন?
যে মানুষটা ঘরে থাকে
এসবের জন্য তারই দায় সবচেয়ে বেশি,
সারাক্ষণ কেন এর উত্তর দিতে দিতেই
তার কেটে যায় অনেকটা সময়,
পরিবারের সবার মুখে অন্ন তুলে দিতে
কতক্ষণ সময় দিতে হয়
কে রাখে তার হিসেব?
আগুনের লেলিহান শিখায়
কতক্ষণ দাঁড়ানো যায়?
কে দেবে এর জবাব? তার কাছে
বন্ধ অথবা খোলা সবই তো সমান, কারণ
সেতো কোনদিন বিশ্রামের মুখ দেখে না,
অথচ! অফিস বন্ধের দিনে
পুরুষের চাহিদা আরো বেশি থাকে
এটা দাও, ওটা দাও, সারাক্ষণ শুধু
দাও আর দাও। যে মানুষটা
যন্ত্রের মতো পরিবারের সবাইকে
শুধু দিয়েই যায়, তার প্রতি
সহানুভূতি, সহযোগিতার হাত না বাড়িয়ে
কষ্ট দেই কিভাবে?