আমার পাথর বুক
সহিদুল ইসলাম
সুখের আশায় অনেক মানুষ
জীবন দিতেও রাজি,
কেউবা আবার সুখের নেশায়
সাজে খেয়ার মাঝি।
কেউবা আবার পর করে দেয়
অতি আপনজন
কেউ বা আবার সুখের আশায়
বাঁধে নতুন পন।
তারপরেও সত্যি কারের
সুখকি সবাই পায়?
মনের মত সুখ পাওয়া যে
এই ভুবনে দায়।
সুখের পরশ পেলে যদি
দুঃখ বেড়ে যায়
এমন সুখ এই ধরাতে
কেউ বা নাহি চায়।
দুখের পরে সুখ যে আসে
এই কথা মোর জানা,
দুঃখ পেতে তাইতো আমার
নেই যে কোন মানা।
আমার মনে দুঃখ দিয়ে
কেউ যদি পায় সুখ,
গর্বে তখন ভরে উঠে
আমার পাথর বুক।