আমার জন্যে
-সহিদুল ইসলাম
আমার জন্যে
এক মিনিট কিংবা দু মিনিট
সময় হয়না তোমার?
আমি যে অধীর আগ্রহে বসে থাকি
তোমার কণ্ঠ শোনার অপেক্ষায়,
দিনের কত সময়ই তো ব্যয় হয়
বিনোদন, আড্ডা কিংবা অবহেলায়
হৈ চৈ কিংবা গল্পগুজবে,
আমার জন্য দু মিনিট সময় হয়না তোমার?
সামান্য সময় দিলে কি-ই বা ক্ষতি?
তোমার কাছে আমার তো কিছু
চাওয়া পাওয়ার নেই, নেই অন্য কোনো
আকর্ষণও শুধু -
সারাদিনের নিথর ক্লান্ত দেহ
অসুস্থ্য মন সুস্থ্য হয়,তোমার সামান্য
কণ্ঠ ধ্বনির আওয়াজে, মধুর দু-একটা শব্দে
সে শব্দ শোনাও কি আমার অপরাধ?