আমাদের বাবু ভাই
- সহিদুল ইসলাম
পর পর তিনবার সংসদে যিনি
বিজয়ের মালা পরে গিয়েছেন তিনি।
চারবারে জনগণ মন্ত্রী যে চায়
ঐ দেখ বাবু ভাই মিটিংএ তে যায়।
দিন নেই, রাত নেই ছুটে চলা যার
বাবু ভাই এম পি জুড়ি মেলা ভার।
আমাদের বাবু ভাই খুব ভালো লোক
কাছে পেলে সকলে ভুলে যায় শোক।
জনগণ চাইলেই সাড়া দেন যিনি
এম পি বাবু ভাই সেই লোক তিনি।
সমগ্র উপজেলা করে সাঁই সাঁই
এইভাবে উন্নতি কেউ দেখে নাই।
শিক্ষা যোগাযোগ যে দিকে তাকাই
উন্নতির রূপকার এই বাবু ভাই।
জনাবের দীর্ঘায়ু - সুস্থতা চাই
আজীবন তাঁকে যেন মোরা কাছে পাই।