​এডিস মশা
- সহিদুল ইসলাম
                      
এডিস মশা নাম যে আমার
বদ্ধ জলে বাস
সুযোগ পেলেই কামড়ে দেই
করি সর্বনাশ।
রাজকীয় মশা বলে
রাজধানীতে থাকি
সকাল- বিকেল কামড়ে দেই
দৃষ্টিকে দেই ফাঁকি।
কামড় দিলেই ব্যথা বাড়ে
গায়ে আসে জ্বর
তখন সবাই আমার ভয়ে
কাঁপে থরো থর।
আমি তখন মহা খুশি
এদিক সেদিক চাই
মানুষ হয়ে নোংরা করিস
লজ্জা তোদের নাই।
সাদা ধূয়া ভয় যে আমার
শ্বাস কষ্টে মরি
ধূয়ার মেশিন দেখলেই যে
হাতে পায়ে ধরি।
ঢাকায় আমার জন্ম বলে
আমি মহা খুশি
ওষুধ ধূয়া পাইনা কোথাও
শুধুই দোষা-দোষী।
পরিষ্কার পরিচ্ছন্ন ধর্মতেও আছে
পরিবেশ রাখলে ভালো
মানুষ সুখে বাঁচে।
পরিষ্কার বদ্ধ জলে
জমে থাকা টবের জলে
আমি করি বাস।
বুঝে শুনে কর্ম করিস
বাঁচতে যদি চাস।
৫/৮/২০১৯