যৌবনে ভরপুর স্নিগ্ধ একটি মেয়ে,
চলার পথে অনেক সময় থাকে চেয়ে ।
তা অনেকদিন হলো এইরকম চলছে,
কল্পনায় এই মন অনেক ছবি এঁকেছে ।
একদিন বুকের মাঝে সাহস নিয়ে একরাশ,
সাথে নিয়ে কিছু আত্নবিশ্বাস ।
স্বপ্ন গেলাম পূরণ করতে,
অচেনা পাখিকে আপন করে পেতে ।
এক বৃষ্টিস্নাত ঝিরিঝির সন্ধ্যায়,
মেয়েটি বসে আছে বারান্দায় ।
আমি হাতে নিয়ে একতোড়া রজনীগন্ধা,
দরজায় টোকা দিয়ে ডাকলাম "অনিন্দ্যা" ।
দরজা খুলে দাঁড়ালেন, এক পৌঢ় মহিলা,
তাকে বললাম, কথা বলতে চাই মেয়েটির সাথে একলা ।
উনি আমার কথা শুনে হতভম্ব,
কান্না ভেজা কন্ঠে বললেন, ওতো অন্ধ ।
আমার হৃদয়ে বয়ে গেল, শিতল ঝড়,
শুধু এই কারনে, যাকে ভালোবেসেছি তাকে করে দিব পর?
আমার হৃদয়ের মানসপটে শুধু যে তারই ছবি,
তার চোখের আলো-ই কি ছিল, আমার ভালোবাসার দাবি ?
মন বলে উঠলো না-না, তা কোন ভাবেই হয়না,
নিজের ভালোবাসা এভাবে ফেলে চলে যেতে পারিনা ।
আমি যে অনিন্দ্যা কে ভালোবাসি তাই,
তার হাত দুটি আমার হাতে দিয়ে, এই পথ চলতে চাই ।