কখনো কখনো ইচ্ছে করে নিয়ম ভাঙতে,
হটাত কখনো কালো মনটা রঙ এ রাঙে ।
কখনো কখনো ইচ্ছে করেই ভুল করি,
ভালো মন্দ না ভেবেই উড়াল মারি ।
কখনো নিজে নিজেই কথা বলি,
আঁধার রাতের আকাশ দেখে, হাঁটতে হাঁটতে পথ চলি ।
কখনো ইচ্ছে করেই ভুল গান গাই,
অসম্ভব জেনেও চাঁদকে কাছে পেতে চাই ।
কখনো ভুলটাই ভাবতে ভালো লাগে,
হাসি আনন্দ ফুটে উঠে অনুরাগে ।
কখনো অনিচ্ছাতেও ভুলটা মেনে নিতে হয়,
জীবনটাতো গোলকের কোন ধাঁধা নয় ।
কখনো সঠিক হয় কখনো হয় ভুল,
ইচ্ছে করে ছুড়ে মারি ভালোবাসার ফুল ।
কখনো ভুল করেই অনেক কিছু ভাবি,
মনে হয় তুমি আমার, যা আছে তোমার সবি ।
আমার ভাবনাগুলো ধরা বাঁধা নয়,
তাইতো অনেক সময়,অনেক কিছু ভাবতে ইচ্ছে হয় ।
এই যে যেমন, তুমি আমায় ছেড়ে কত দূরের দেশে,
ভাবনাগুলোতেই ফিরে আসো, তুমি আমার পাশে ।