আমি হারিয়ে যেতে চাচ্ছি,
বিস্মৃতির মায়াজালে ।
সোনালি তপ্ত দুপুরে,
স্বচ্ছ কালো পাট পচা পানিতে,
কাইক্যা, লাওতানি কিংবা খোলসের বিচরনে ।।
হারিয়ে যেতে চাই আরো গভীরে,
আচ্ছন্ন করার মত, ইছামতির সবুজ দুই প্রান্তে ।
ছোট ডিঙ্গি নাওয়ে চড়ে,
শাপলা শালুক নিয়ে বাড়ি ফেরা ।
নয়তো ডাহুকের বাচ্চা খুজে ফেরা ।।
আরও অতল গভীরে যেতে চাই,
বাড়ির সামনে সেই বিশাল আমগাছ ।
উঠোন জুড়ে দাদার ডাটার বাগানে,
দাদীর মিষ্টি আলুগুলো শুকোনোর কূলায়,
পিছনের জলা পুকুরে ফোটা, প্রজাপতির মত কচুরি ফুলে ।।
অনন্তর পিছুটানে হারিয়ে যেতে চাই,
পাট/ধইঞ্চা দিয়ে মিথ্যেই ধূমপান,
কাশতে কাশতে জলে ভরা চোখ, গরম দুই কান,
সকালের দ্বীপ ফোটার আগেই, অন্যের খেজুর হাড়িতে ,
শোলা দিয়ে পান করিতে চাই আরেকবার, অমৃত সেই সুমিষ্ট রস ।।