সেদিন মনের ধরাতে,
সুদিন ফেরাতে ।
হয়েছিল ভাবনার সমাবেশ,
তুমি অন্ধকারে ঢেকে দিলে, দিয়ে তোমার কেশ ।
সেদিন দেহটা, হটাত করেই প্রতিবাদী হয়ে উঠেছিল,
অজানা শিহরিত আশংকায়, তোমার হাত দুটি ধরেছিল,
মুহূর্তক্ষণ জমে উঠেছিল বেশ,
এক ঝলকে মৌনতা ভেঙে, তুমি করে দিলে নিঃশেষ ।
আবার হয়তোবা কোনদিন,
তোমার কাছে চাইবো আবার ঋন ।
তৃষ্ণার্ত হৃদয়ে সেদিন, তুমি জল হয়ে বর্ষো,
দুটি ঠোঁট দিয়ে হৃদয় গভীরকে, করে যেয়ো স্পর্শ ।
হয়তোবা কোনদিন, আমি নিয়ে আসবো ফুল,
তুমি আমার পথপানে চেয়ে, বসে রইবে ব্যাকুল ।
দুজনে আবদ্ধ হবো, প্রতীক্ষিত বন্ধনে,
মনের ভাষা মুখে নয়, ফুটবে বুকের স্পন্দনে ।
কোন এক নিস্তব্ধ রাতে,
নিশ্চুপ দুজনে এক সাথে ।
শব্দহীন শুধু শোনা যায়, দুজনের বড় বড় নিঃশ্বাস,
বিলিয়ে দিলাম একে অন্যকে, যত আছে বিশ্বাস ।
তোমাকে অনুভব করি আমি, প্রতিক্ষন এমনি করে,
তুমি আছো হৃদয়ের, গভীর থেকে গভীরতরে ।