তালগাছের মত লম্বা,
মাথায় বাবরি চুল ।
হটাত দেখলে চে গুয়েভারা,
ভেবেই করি ভুল ।
সুকান্তের বিপ্লবী,
না কাজী নজরুলের বিদ্রোহী ?
কাঁধে ঝুলানো রাইফেল,
কে এই দীর্ঘদেহী ?
ততদিনে জেনে গেছে বিশ্ব,
"বজ্র" তার ডাকনাম ।
নাম শুনলেই কেপে উঠে,
পুরো পশ্চিম পাকিস্থান ।
কী অসীম সাহসে লড়ছে "বাঘা",
একাত্তরে মুক্তিযুদ্ধের ময়দানে ।
সোনা দানার লোভ নয়,
শুধু পিতার আহবানে ।
পিতা দিয়ে গেলেন,
৭ই মার্চের ঐতিহাসিক নির্দেশ ।
করতে হবে স্বাধীন,
কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ ।
তাইতো কাদের অস্ত্র হাতে,
গর্জে উঠে দিনে-রাতে ।
খতম করে খানসেনা,
উড়ায় বিজয়ের নিশানা ।
মুক্তিযুদ্ধে কি অসীম বীরত্বের ইতিহাস,
যেন শিল্পীর তুলিতে, অপরূপ ক্যানভাস ।
৭২ হাজার কাদেরিয়া বাহিনী,
লড়ছে যুদ্ধের রণাঙ্গনে ।
কি অপূর্ব শুনতে লাগে, স্বাধীন বাংলা বেতারে,
গাবুর মাইরে এম,আর আখতার মুকুলের বয়ানে ।
এদেশ শত্রু মুক্ত করলো,
বীর কাদেরিয়া বাহিনী ।
ইতিহাসে ছড়িয়ে আছে,
কাদের সিদ্দিকির বীরত্বের কাহিনী ।
দেশ প্রেমের পরীক্ষায়,
বারবার কালোত্তীর্ণ হে মহাবীর ।
বিজয় মাসে শ্রদ্ধা জানাই তোমায়,
কৃতজ্ঞতায় তাই নত করি শির ।
বাঙালী জাতি মনে রাখবে তোমায়,
তোমার বীরত্বে স্বাধীন বাংলাদেশ পেলাম ।
বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরউত্তম অভিবাদন তোমায়,
বিজয় দিনে লও লাখো জনতার, সশ্রদ্ধ সালাম ।