পুষ্প সুভাষিত উদ্যান নয়,
নয় এত গোলাপে রাঙ্গা ফুলসজ্জা ।
এত রাজপথ বন্ধু,
শুষে খাবে দেহ অস্থি-মজ্জা ।

নয় এত স্রোতের অনুকূলে,
পালতোলা নৌকায় ভেসে যাওয়া ।
এত স্রোতের বিপরীতে চলা,
আদর্শ ধরে আঁকড়ে থাকা ।

সারাজীবন প্রজার মত জীবনযাপন,
তবু বন্দি হলে রাজবন্দী ।
প্রজার নীতিই প্রচার করা,
নাম তার রাজনীতি ।

সত্যের স্বার্থে আপোষ নয়,
নয় মিথ্যার সাথে বন্ধুত্ব ।
সৎ ভাবে বেচে থাকাই,
রাজনীতির মহত্ত্ব ।

মৃত্যুকে আলিঙ্গনে বেঁধে রাজপথের সৈনিক,
থাকে যদি অকুতোভয় ।
মৃত্যুর পরেও বেঁচে থাকে তারা,
রাজপথের সৈনিকেরা মৃত্যুঞ্জয় ।

দেশের জন্যে জীবন দেবে,
আছে এমন সাহস যার ।
তারাই প্রকৃত দেশপ্রেমিক,
তাদেরই মানায় অহংকার ।