কুপথে কূহজনে, ডেকে যায় গুঞ্জনে,
আমিই কি যেতে পারি, অন্ধ অঞ্জনে?
কি করে ঢাকি মুখ, প্রিয় মোর স্বজ্জনে?
বিনি সুতোয় যে বাধা আছি, মায়ারও বন্ধনে ।
কত কূজন ডাকিবে গোপন, করিবে চুম্বন,
ফেরাতে হবে তারে, যতই না-মানুক মন ।
সত্ত্বার সাথে সত্য থাকি, রাখি নির্মল হিয়া,
আমন্ত্রণ যতই আসুক, ঠকাবো না তোমায় প্রিয়া ।
ভালোবেসে যারে সঁপিয়াছি, প্রান-মন,
লালসা ভুলে গিয়ে তারে, করি মোর চির আপনজন ।।