রবি কিরণ মর্ত্যলোকে, রোজ
কেন আসে?
নন্দকাননে ফুলসব, পাখা মেলে কেন হাসে??
সাদা পেজা মেঘ, কেন নীল আকাশে ভাসে?
ধরাকে বুঝি তারা ভালোবাসে....
দুর্মুখ ছেলেটি রোজ কেন আসে?
ভ্যবলা চোখে তাকিয়ে, কেনই গা-জ্বালা ভাবে হাসে??
বৃষ্টি রোদ ছাপিয়ে নিত্যদিন, পোড়ে কোন অজানা সর্বনাশে?
জবাব নিয়ো যাও, ছেলেটি তোমাকে ভালোবাসে....
ভালোবাসা এমন গান,
মিটেয়ে দিবে শত অভিমান..
ভালোবাসা এমন সুর,
স্পর্শ অনুভব দূরত্ব যদিও সাত সমুদ্দুর।।
ভালোবাসা এমন তাল,
রুদ্ধ-আক্রোশে ফোলা প্রিয়ার গাল।
ভালোবাসা এমন লয়,
কর্পদশুন্য করে পৃথিবী জয়।।
ভালোবাসা এমন ছন্দ,
মিলনের সমারোহে বিলীন অকূল দ্বন্দ..
দ্ব্যর্থহীন ভালোবাসো, ভালোবাসো ভয় হীন,
তুমি আমি আমরা,ভালোবাসাতেই হবো বিলীন।
এই ধরাতে যত আছে অনাচার,
ভালোবাসাতেই শেষ হোক, হানাহানি সংহার..