একলা চলা নদীর মত চলছে জীবন বয়ে
পথের মত নিত্য কেবল যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে।
জীবন দারুন দমের খেলা দম ফুরালে শেষ
কালের স্রোতে যাচ্ছি ভেসে তবুও বলি বেশ।
চলার পথে হাজার মানুষ হাজার রকম রূপ
সত্যি ভুলে কেউ দিয়েছে রঙের খেলায় ডুব।
বিশুদ্ধতার জাল বুনে যাই তাতে আসল সুখ
শিকল ভাঙার স্বপ্ন দেখি আশায় বেঁধে বুক ।