তোমার শহরে আমি এক,
অনাকাঙ্ক্ষিত আগন্তক।
আমার আগমনে,
শহরের কোথাও হর্ষ ধ্বনি নেই ,
নেই কোন পুষ্পার্ঘ্য ।
অভ্যর্থনার কোন পুষ্পবৃষ্টিও,
আমার দৃষ্টি ছুঁয়ে যায়নি।
তোমার শহর জুড়ে,
শুধুই শুনসান নিরাবতা।
কালের গহ্বরে ফেলে দিও স্মৃতিটুকু।
এ হোক আমার অযাচিত আগমনের প্রায়শ্চিত্ত।