কথা ছিল হারিয়ে যাবার, এক তুমুল বর্ষায়।
যখন মেঘেরা বৈরী হয়।
আষাঢ়ের টলমল দীঘির জলে,
দুরন্ত কিশোর কিশোরী,জলকেলি মেতে উঠে ।
পাপিয়ারা ডেকে যায় দূর মহুয়া বনে।
যখন ফুটন্ত কদমেরা সলজ্জ হাসিতে ,
বর্ষার গায় লুটিয়ে পড়ে।
কথা ছিল হারিয়ে যাবার এমনি দিনে।
অজস্র কথার আলপনা এঁকে তুমি দিগন্তে হারাবে।
মেঘের গুড়ুগুড়ু চোখ রাঙানি উপেক্ষা করে,
আমার হাত ধরবে একান্ত নির্জনতায় ।

এখন তুমি এক বিস্মৃত ইতিহাস,
তাই আমার উঠোনে আর বর্ষা নামে না।
আমি স্বপ্ন দেখিনা আর,কোন বসন্ত কিংবা বর্ষায়।
ভাবছি এই অবহেলার শহর ছেড়ে ,চলে যাবো বহুদূর,
বসতি গড়বো নক্ষত্র বনে।